পর্দায় শান্ত ‘কুসুম’, মঞ্চে চটপটে বারবি! তনিষ্কার উদ্দাম নাচ দেখে এ কী বলছেন নেটিজেনরা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর শান্ত ও সরল মেয়েটিকে তো চেনেন? সেই কুসুম ওরফে তনিষ্কা তিওয়ারির এক অন্য রূপ দেখে এবার তাজ্জব নেটপাড়া। শীতের মৌসুমে ‘মাচা’ অনুষ্ঠানে ‘মণিকা ও মাই ডার্লিং’ গানে তনিষ্কার নাচের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। পরনে লাল শর্ট টপ আর ট্রাউজার, মঞ্চে তনিষ্কার এই এনার্জি দেখে কেউ করছেন প্রশংসা, আবার কেউ করছেন ট্রোল।
তবে শুধু নাচ বা অভিনয় নয়, তনিষ্কার আসল পরিচয় জানলে আপনি অবাক হবেন। পর্দার এই নায়িকা আসলে দশম শ্রেণির ছাত্রী! চলতি বছরই তাঁর বোর্ড পরীক্ষা। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা শ্যুটিংয়ের চাপ সামলে, আদিত্য অ্যাকাডেমির এই ছাত্রী সেটেও বই নিয়ে বসে পড়েন। বড় হয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ার ইচ্ছে আছে তাঁর। শ্যুটিং আর পড়াশোনা সমান্তরালে চালিয়ে যাওয়া তনিষ্কা ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর এই পরিশ্রম আর নাচের ভিডিও এখন নেটদুনিয়ায় হট টপিক।