টমেটো কেচাপের বোতলে যীশু-স্যান্টা! বাঁকুড়ার শিল্পীর জাদুকরী কাজে স্তম্ভিত নেটপাড়া

শিল্পের কোনো সীমানা নেই, আর তা ফের প্রমাণ করলেন বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পেশায় চিত্রশিল্পী ইন্দ্রনীল নেশায় একজন দক্ষ ‘বোতল আর্টিস্ট’। বড়দিনের প্রাক্কালে তিনি একটি সাধারণ টমেটো কেচাপের বোতলের ভেতরে মাটির সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তুলেছেন যীশুখ্রীষ্ট ও স্যান্টাক্লজের অবয়ব। তাঁর এই অবিশ্বাস্য সৃষ্টি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

ইন্দ্রনীলের এই শিল্পকর্মের বিশেষত্ব হলো এর নির্মাণশৈলী। সরু বোতলের মুখ দিয়ে একফোঁটা একফোঁটা করে মাটি ঢুকিয়ে, বিশেষ যন্ত্রের সাহায্যে অত্যন্ত ধৈর্যের সাথে তিনি এই প্রতিকৃতি তৈরি করেছেন। বোতলের ভেতরে আলো-ছায়ার খেলা আর যীশু-স্যান্টার সূক্ষ্ম অভিব্যক্তি দেখে মুগ্ধ শিল্পপ্রেমীরা। এর আগেও তিনি বিরাট কোহলি, মা দুর্গা ও কালীর অবয়ব বোতলবন্দি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। শিল্পীর কথায়, “মানসিক চাপে ভরা এই জীবনে আমার ক্ষুদ্র শিল্প যদি মানুষের মুখে হাসি ফোটায়, সেটাই আমার সার্থকতা।” বড়দিনের আগে বাঁকুড়ার এই অনন্য প্রতিভা এখন গোটা রাজ্যের চর্চার কেন্দ্রবিন্দুতে।