“ইচ্ছে করে ৬০ বছরেও যেন এমনই দেখায়!” জন্মদিনের ৬ দিন আগে নিজের পেশিবহুল শরীর দেখিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন ‘ভাইজান’

বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করে দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। আর মাত্র ৬ দিন পরেই ৬০ বছরে পা দেবেন অভিনেতা। কিন্তু জন্মদিনের ঠিক আগে জিম থেকে নিজের শরীরচর্চার যে ছবি তিনি শেয়ার করেছেন, তা দেখে বোঝার উপায় নেই যে তিনি ষাটের দোরগোড়ায়। মেদহীন শরীর আর সুগঠিত বাইসেপসে সলমন যেন সেই ২৫ বছরের তরতাজা যুবক!
ইনস্টাগ্রামে কালো ভেস্ট ও নীল শর্টস পরা অবস্থায় জিম সেশনের ছবি পোস্ট করেছেন ‘টাইগার’। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “ইচ্ছে করে ৬০ বছর বয়সেও যেন এমনই দেখতে লাগে! তার আর বাকি মাত্র ৬ দিন…।” এই ছবি পোস্ট হওয়া মাত্রই আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে একতা কাপুর— বলিউডের তারকারা সলমনের এই ফিটনেস দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একতা কাপুর তো মজাই করে লিখেছেন, “৪৫ বছর বয়সেও এমন লুক পাওয়া যায় না স্যার!”
বর্তমানে সলমন তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি সলমনের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে চলেছে। পেশাগত ব্যস্ততার মাঝেও নিজের ফিটনেস নিয়ে সলমনের এই কঠোর পরিশ্রম দেখে ভক্তরা তাঁকে ‘ফিটনেস আইকন’ তকমা দিয়েছেন। জন্মদিনের আগেই এই ভাইরাল ছবি প্রমাণ করল, কেন তিনি আজও বলিউডের সবথেকে আলোচিত সুপারস্টার।