বিয়ের ঠিক আগেই চরম বিপর্যয়! মেসির বোন মারিয়ার গাড়ি দুর্ঘটনায় তোলপাড় ফুটবল দুনিয়া, এখন কেমন আছেন তিনি?

নতুন বছরের আনন্দ বিষাদে পরিণত হলো লিওনেল মেসির পরিবারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ফুটবল তারকার বোন মারিয়া সল মেসি। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, মারিয়ার শিরদাঁড়া, কবজি ও গোড়ালি ভেঙে গিয়েছে। শরীরের বিভিন্ন অংশ পুড়েও গিয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৩ জানুয়ারি রোজারিওতে তাঁর ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিক অ্যাঞ্জেল ডে ব্রিটো জানিয়েছেন, মেসির মা সেলিয়া কাচিত্তিনি নিশ্চিত করেছেন যে মারিয়া এখন বিপদমুক্ত। তবে তাঁর আঘাত অত্যন্ত গুরুতর। বিশেষ করে মেরুদণ্ডের চোট এবং শরীরের পোড়া ক্ষত সারিয়ে তুলতে তাঁকে দীর্ঘ সময় রিহ্যাবিলিটেশনে থাকতে হবে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইতিমধ্যেই রোজারিওতে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মারিয়া নিজেই গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সজোরে একটি দেওয়ালে ধাক্কা মারেন। তাঁর মা দাবি করেছেন, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে মারিয়া সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। তবে পিক-আপ ট্রাক চালানোর সময় কেন তাঁর শরীর পুড়ে গেল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আপাতত মেসির পুরো পরিবার মারিয়ার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।