“ভারতের গণতন্ত্র বিপন্ন মানে গোটা বিশ্ব বিপদে!” জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানে রাহুলের ভাষণে তোলপাড় জাতীয় রাজনীতি

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করলেন। জার্মানির বার্লিনে ‘হার্টি স্কুল’-এর ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, ভারতের সংবিধান এখন বড়সড় সংকটের মুখে এবং বিজেপি পরিকল্পিতভাবে একে ধ্বংস করতে চাইছে। কংগ্রেসের পক্ষ থেকে সোমবার এই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে রাজনৈতিক মহাযুদ্ধ।

রাহুল গান্ধীর মতে, ভারতের গণতন্ত্র কেবল দেশের সম্পদ নয়, এটি বিশ্বের বৃহত্তম ও জটিলতম গণতান্ত্রিক কাঠামো। তিনি অভিযোগ করেন, ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এখন আর সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে না, বরং সেগুলি দখল করে নেওয়া হয়েছে। ভারতের বিরোধী দলগুলি এই ‘দখলদারির’ বিরুদ্ধেই লড়াই করছে বলে তিনি জানান। পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন তোলেন রাহুল।

এদিকে, রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করছেন। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা আক্রমণ শানিয়ে বলেন, “৯টি নির্বাচনে পরাজিত হয়ে রাহুল এখন ভারতের বিরুদ্ধে কথা বলছেন। এমনকি তাঁর দলের লোকেরাও তাঁর ওপর আস্থা হারিয়েছেন।” বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারি রাহুলকে ‘ভারত-বিরোধী’ বলেও কটাক্ষ করেছেন।