‘চিকেনস নেক কাটার স্বপ্ন দেখা বন্ধ করুন’, বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার!

ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে অত্যন্ত কড়া অবস্থান নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের কিছু গোষ্ঠী ও নেতার ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন করার হুমকির জবাবে তিনি সাফ জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার স্বপ্ন কোনোদিন সফল হবে না। তাঁর হুঁশিয়ারি, “যদি বাংলাদেশ আমাদের চিকেনস নেক নিয়ে বেশি কথা বলে, তবে আমি নিজেই সেই মানচিত্র বদলে দেব।”
হিমন্ত মনে করিয়ে দেন, বাংলাদেশের নিজেরও এমন দুটি সরু করিডর রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও তিনি চরম কঠোরতা প্রদর্শনের বার্তা দিয়েছেন। তিনি বলেন, “কোনো ভয় নেই, কোনো থামা নেই, কোনো আপস নেই। যখন ওষুধ কাজ করে না, তখন সার্জারি দরকার হয়।” মুখ্যমন্ত্রীর দাবি, স্বাধীনতার সময় অসমে বাংলাদেশি বংশোদ্ভূতদের হার ১০-১৫ শতাংশ থাকলেও বর্তমানে তা ৪০ শতাংশে পৌঁছেছে।
রাজ্যের জনসংখ্যাগত এই পরিবর্তনকে ‘পাউডার কেগ’ বা বারুদের স্তূপের সঙ্গে তুলনা করে তিনি জানান, ২০২৭ সালের আদমশুমারিতে রাজ্যে হিন্দু-মুসলিম জনসংখ্যা সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুপ্রবেশকারীদের জেলে না ভরে সরাসরি ‘পুশব্যাক’ বা ফেরত পাঠানোর নীতিতে অটল তিনি। হিমন্তের এই মন্তব্য ও ২০-২২ কিলোমিটার জমি অধিগ্রহণের পরিকল্পনা কূটনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।