মাঝরাতে ওটা কার কান্না? আসবাবপত্রের লণ্ডভণ্ড দশা দেখে শিউরে উঠছে জলপাইগুড়ি, তদন্তে বিজ্ঞান মঞ্চ।

কনকনে শীতের রাতে জলপাইগুড়ি শহরে তীব্র ভূতের আতঙ্ক! ভয়ে নিজের ঘর ছেড়ে বাইরে রাত কাটাচ্ছেন শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা দে পরিবার। গত রবিবার রাত থেকে শুরু হওয়া এই অতিপ্রাকৃতিক উপদ্রবে আতঙ্কিত গোটা পাড়া। পরিস্থিতি সামলাতে খোদ স্থানীয় কাউন্সিলরকে রাতভর পাহারা দিতে হচ্ছে।

দে পরিবারের সদস্যদের দাবি, ঘরে পা রাখলেই শোনা যাচ্ছে কারও চাপা কান্নার আওয়াজ। শুধু তাই নয়, চোখের নিমেষে ঘরের আসবাবপত্র দুমদাম করে আছড়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, আলমারিতে রাখা লেপ, কাঁথা বা কম্বলে আচমকাই দাউদাউ করে আগুন ধরে যাচ্ছে। পরিবারের অভিযোগ, কোনো অদৃশ্য শক্তি বা ‘ভূত’ এই কাণ্ড ঘটাচ্ছে। প্রাণের ভয়ে এখন বাড়ির বারান্দাই ভরসা এই পরিবারের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর এবং সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা। তাঁরা যদিও ভূতের তত্ত্ব মানতে নারাজ। তাঁদের প্রাথমিক অনুমান, এর পেছনে কোনো অসাধু ব্যক্তির কারসাজি বা ষড়যন্ত্র থাকতে পারে। তবে রহস্যের জট খুলতে তদন্ত জারি রয়েছে। আপাতত যুক্তি আর অন্ধবিশ্বাসের লড়াইয়ে থমথমে জলপাইগুড়ির নিউ সার্কুলার রোড।