‘রাহুল বনাম প্রিয়াঙ্কা’ যুদ্ধে উত্তাল কংগ্রেস! প্রিয়াঙ্কাকে প্রধানমন্ত্রী করার দাবিতে পরিবারে নতুন সমীকরণ?

কংগ্রেসের অন্দরে প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে তুলে ধরার দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের একটি মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি দাবি করেছে যে, কংগ্রেসের অন্দরেই এখন রাহুল গান্ধীর নেতৃত্বের ওপর অনাস্থা তৈরি হয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা জানিয়েছেন যে, প্রিয়াঙ্কাকে রাজনীতিতে বড় ভূমিকায় দেখার দাবি এখন সব প্রান্ত থেকেই উঠছে।
ইমরান মাসুদ দাবি করেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী হলে তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতোই কড়া জবাব দিতে সক্ষম হবেন। তিনি বলেন, “প্রিয়াঙ্কাকে প্রধানমন্ত্রী করে দেখুন, তিনি সেই ইন্দিরার নাতনি যিনি পাকিস্তানকে এমন ক্ষত দিয়েছিলেন যা আজও সারেনি।” যদিও বিতর্কের মুখে মাসুদ পরে সাফাই দেন যে রাহুল ও প্রিয়াঙ্কা ‘একই মুখের দুটি চোখ’। তবে বিজেপি এই সুযোগ হাতছাড়া করেনি। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধীর পাশে এখন না আছে জনমত, না আছে জনপথ।”
এই বিতর্কের মধ্যেই বার্লিনে রাহুলের সংবিধান রক্ষা সংক্রান্ত মন্তব্যকে ‘ভারত বদনাম’ করার চেষ্টা বলে দাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, সংসদের শীতকালীন অধিবেশনে রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে শরিক দল সিপিআই(এম)-ও। সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস বলেন, “গুরুত্বপূর্ণ বিল আলোচনার সময় বিরোধী দলনেতার উপস্থিতি কাম্য ছিল।” বিদেশের মাটিতে রাহুলের ভাষণ আর দেশে প্রিয়াঙ্কাকে সামনে আনার দাবি— এই দ্বিমুখী চাপে ২০২৬-এর আগে কংগ্রেসের অন্দরে নেতৃত্ব নিয়ে টানাপড়েন এক নতুন মাত্রা পেল।