ঘাতক কুয়াশা! কামাখ্যাগুড়িতে ভুটভুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ২ যুবক

শীতের ভোরে ঘন কুয়াশার দাপটে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কমল রায় ও প্রসেনজিৎ দাস। তাঁরা দুজনেই কুমারগ্রাম ব্লকের ব্রজেরকুঠি এলাকার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার সকালে কমল ও প্রসেনজিৎ বাইকে করে বারবিশার দিকে যাচ্ছিলেন। কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের সামনে প্রথমে একটি সাইকেলের সঙ্গে তাঁদের বাইকটির ধাক্কা লাগে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভুটভুটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক কমল রায়ের। গুরুতর আহত অবস্থায় প্রসেনজিৎকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় সাইকেল চালকও আহত হয়েছেন। কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘন কুয়াশার এই মরসুমে দুর্ঘটনার হার বেড়ে চলায় পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হেডলাইট জ্বালিয়ে নির্দিষ্ট গতিসীমায় গাড়ি চালানোর পাশাপাশি দৃশ্যমানতা খুব কম থাকলে প্রয়োজনে রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা।