আঙুল ছুঁলেই সুরের ঝরনা, এগরার অষ্টম শ্রেণীর ছাত্রীর প্রতিভা দেখে তাজ্জব অভিজ্ঞ শিল্পীরাও

বয়স মাত্র ১৪, পড়ে অষ্টম শ্রেণীতে। কিন্তু এই বয়সেই তাঁর কাঁধে থাকে এক বিশাল গুরুদায়িত্ব। মঞ্চে কিবোর্ড হাতে যখন সে দাঁড়ায়, তখন অভিজ্ঞ সংগীত শিল্পীরাও তাঁর তাল ও লয়ের নিখুঁত পরিমাপ দেখে অবাক হয়ে যান। তিনি পূর্ব মেদিনীপুরের এগরার অয়না প্রধান। বর্তমানে এগরার যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা বড় ব্যান্ডের পারফরম্যান্স মানেই কিবোর্ডের দায়িত্বে অবধারিতভাবে থাকছে এই খুদে বিস্ময়।
এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠের ছাত্রী অয়না ছোট থেকেই নাচে পারদর্শী ছিল। সেই নাচের তাল থেকেই সুরের প্রতি টান। প্রথমে তবলায় হাত পাকিয়ে এখন কিবোর্ডকেই নিজের ধ্যান-জ্ঞান করে তুলেছে সে। মাত্র এক বছরের কিবোর্ড শিক্ষাতেই সে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে, বড় বড় মিউজিক ব্যান্ডগুলো এখন অয়নার ওপর ভরসা রাখছে। সংগীত শিল্পীরা গান ধরলেই চোখের পলকে সেই গানের সুর কিবোর্ডে তুলে ফেলে সে।
অয়নার এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার ও এলাকাবাসী। স্কুলের পড়াশোনা সামলে প্রতিদিন নিয়ম করে রেওয়াজ করে সে। মঞ্চে উঠে অভিজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় তাঁর আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। ভবিষ্যতের বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখা অয়না এখন এগরার গর্ব। কিবোর্ডের পাশাপাশি অন্যান্য বাদ্যযন্ত্রেও নিজেকে আরও দক্ষ করে তুলতে চায় এই কিশোরী।