পকেটে ১০ টাকার নোট থাকলেই কেল্লাফতে! জিলা স্কুলের সামনে অবিশ্বাস্য স্বাদের ‘ঘুগনি ধামাকা’

ভোজনরসিকদের জন্য মালদহ শহরে হাজির এক অবিশ্বাস্য অফার। পকেটে মাত্র ১০ টাকার একটা নোট থাকলেই কেল্লাফতে! যত খুশি তত ঘুগনি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মালদহ শহরের জিলা স্কুল সংলগ্ন রাজমহল রোড এলাকায় গেলেই দেখা মিলবে এই ‘আনলিমিটেড’ স্বাদের। ঘুগনি বিক্রেতা উজ্জ্বল গুপ্ত দীর্ঘ দিন ধরেই মাত্র ১০ টাকায় ভেজ চপ ও আনলিমিটেড ঘুগনি খাইয়ে আসছেন।
শুধুমাত্র নিরামিষ নয়, আমিষ প্রেমীদের জন্যও রয়েছে জিভে জল আনা ভ্যারাইটি। ১৫ টাকায় ডিম চপ, ২০ টাকায় চিকেন, পনির কিংবা চিংড়ি মাছের চপ এবং মাত্র ৩০ টাকায় মাটন চপ দিয়ে মিলছে পেটভর্তি আনলিমিটেড ঘুগনি। মোমোর দোকানে আনলিমিটেড সুপ খাওয়ার চল থাকলেও, ঘুগনির ক্ষেত্রে এমন অভিনব অফার নজর কেড়েছে সকলের।
স্থানীয় খাদ্যরসিকদের দাবি, কম দাম হলেও স্বাদের ক্ষেত্রে কোনো আপস করেন না উজ্জ্বল বাবু। স্বাদে যেমন অসাধারণ, তেমনই পরিচ্ছন্ন পরিবেশ। বর্তমানে সমাজমাধ্যমে এই দোকানের কথা ছড়িয়ে পড়তেই দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন ভোজনরসিকরা। ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা হলেও হাসি মুখে সবাইকে খাইয়ে চলেছেন এই ঘুগনি বিক্রেতা।