“বিজেপির রক্তে ষড়যন্ত্র, শিখিয়েছে আরএসএস”, ছত্তিশগড়ের পুরনো ইতিহাস টেনে নাড্ডাকে চরম আক্রমণ বাঘেলের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাম্প্রতিক আক্রমণের পাল্টা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সরাসরি বিজেপি ও আরএসএস-কে নিশানা করে তিনি দাবি করেন, ষড়যন্ত্র করা বিজেপির মজ্জাগত এবং এই শিক্ষা তারা আরএসএস-এর থেকেই পেয়েছে। নাড্ডাকে আক্রমণ করে তিনি বলেন, “অন্যের দিকে আঙুল তোলার আগে জেপি নাড্ডা নিজের দলের ইতিহাস দেখুন।”

বাঘেল অভিযোগ করেন, ছত্তিশগড়ে বিজেপি শাসনামলে নকশালদের সঙ্গে তৎকালীন সরকারের গভীর সংযোগ ছিল। রমন সিং সরকারের সময়ের কথা স্মরণ করিয়ে তিনি দাবি করেন, “তখন নকশালরা খোদ মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে গিয়ে ‘হপ্তা’ বা সুরক্ষা অর্থ আদায় করত। ছত্তিশগড়ের মানুষ এই অন্ধকার ইতিহাস ভোলেনি।” তাঁর মতে, বিজেপি সব সময় নিজেদের ক্ষমতা ধরে রাখতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমানোর ছক কষে।

জেপি নাড্ডাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বাঘেল আরও বলেন, “নাড্ডা যদি সত্যিই দেশের স্বার্থ নিয়ে চিন্তিত হন, তবে রমন সিং সরকারের সময় নকশালদের সঙ্গে বিজেপি নেতাদের অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুলুন। ক্ষমতা আর ক্ষমতার অপব্যবহার কীভাবে সমাজকে অস্থিতিশীল করতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হল বিজেপি।” রাজনৈতিক মহলের মতে, বাঘেলের এই ‘হপ্তা’ মন্তব্য আসন্ন দিনগুলোতে ছত্তিশগড়ের রাজনীতিতে আরও উত্তাপ বাড়াবে।