“আপনার মতো অফিসার হতে চাই”, খোদ জেলাশাসকের চেয়ারে থাবা বসাতে হাজির ছোট্ট জিজ্ঞাসা

বলা হয়, সাফল্যের শিখরে পৌঁছাতে হলে লক্ষ্য স্থির করা প্রয়োজন ছাত্রজীবনেই। কিন্তু সেই লক্ষ্য যদি স্থির হয় মাত্র ৫ বছর বয়সে, তবে অবাক হওয়াটাই স্বাভাবিক। উত্তরপ্রদেশের গোরখপুরের একরত্তি মেয়ে ‘জিজ্ঞাসা’ ঠিক এই কাজটিই করে দেখিয়েছে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে, স্কুল কামাই করে সে পৌঁছে গিয়েছিল গোরখপুরের জেলাশাসক দীপক মীনার অফিসে। উদ্দেশ্য একটাই—আইএএস অফিসার হওয়ার মন্ত্র জেনে নেওয়া।
সোমবার গোরখপুর কালেক্টরেটে তখন ‘জনতা দর্শন’ কর্মসূচি চলছিল। সাধারণ মানুষের ভিড়ের মাঝে বাবার হাত ধরে হাজির হয় ইউকেজি-র ছাত্রী জিজ্ঞাসা। সেখানে উপস্থিত কর্মীরা তার আসার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, কালেক্টর স্যারের সঙ্গে তার জরুরি কথা আছে। সবাই ভেবেছিল হয়তো স্কুলের কোনো আবেদন নিয়ে এসেছে খুদে। কিন্তু খোদ জেলাশাসকের কেবিনে ঢুকে জিজ্ঞাসা যখন বলে, “স্যার, আমি বড় হয়ে আপনার মতো ডিএম হতে চাই, আমাকে কী করতে হবে?”—তখন ঘরে উপস্থিত সবার চোখ কপালে ওঠে।
দীপক মীনাও কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই হাসিমুখে জিজ্ঞাসাকে কাছে টেনে নেন। তিনি অত্যন্ত সহজভাবে তাকে বুঝিয়ে বলেন, “যদি এই চেয়ারে বসতে চাও, তবে রোজ স্কুলে যেতে হবে, মন দিয়ে শিক্ষকদের কথা শুনতে হবে আর সব হোমওয়ার্ক ঠিকঠাক করতে হবে।” খুদের এই অদম্য জেদ ও সারল্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তার বাবাও। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রশংসার জোয়ারে ভাসছে ছোট্ট জিজ্ঞাসা।