প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল হুমায়ুনের! বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়কে বাতিলের নেপথ্যে কোন রহস্য?

নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় বিতর্কে জড়ালেন চেয়ারম্যান হুমায়ুন কবীর। সোমবার বেলডাঙায় ঘটা করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবারই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন হুমায়ুন। প্রার্থী বাতিলের কারণ হিসেবে তিনি নিশার সমাজমাধ্যমের কিছু ‘বিতর্কিত’ ভিডিও এবং ছবিকে দায়ী করেছেন।
হুমায়ুন কবীরের দাবি, নিশার ব্যক্তিগত জীবন তাঁর দলের আদর্শ ও সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তিনি বলেন, “ব্যক্তিগত জীবনে কে কী করবেন তা তাঁর ব্যাপার, কিন্তু আমার দলের শুরুটা এমন হওয়া উচিত নয়। নিশার কিছু ভিডিও তৃণমূলের আইটি সেল থেকে ভাইরাল করা হয়েছে। বিধানসভার মতো পবিত্র স্থানে এমন কাউকে পাঠানো উচিত হবে না যা নিয়ে সাধারণ মানুষ ভুল বোঝে।” বালিগঞ্জে শীঘ্রই নতুন প্রার্থীর নাম জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে হুমায়ুনের এই সিদ্ধান্তে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন নিশা চট্টোপাধ্যায়। পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা জানান, তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং হুমায়ুনের আমন্ত্রণেই বেলডাঙা গিয়েছিলেন। তাঁর কথায়, “হঠাৎ নাম ঘোষণা এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার—দুক্ষেত্রেই আমি হতাশ। আমি মানুষের জন্য কাজ করতে চাই। তবে বন্ধু হিসেবে আমি ওঁর পাশেই থাকব।” প্রার্থীর ব্যক্তিগত রুচি নিয়ে এমন টানাপড়েনে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।