বাঁকুড়ায় বিজেপির দুর্গে বড়সড় ধস! ভোটের মুখে ঘাসফুল শিবিরে নাম লেখালেন কয়েকশো ভোটার

একসময়ের বিজেপির ‘গড়’ হিসেবে পরিচিত বাঁকুড়ায় ফের বড়সড় ভাঙন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসন হাতছাড়া হওয়ার পর এবার ওন্দা বিধানসভা এলাকাতেও বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। সোমবার সন্ধ্যায় ওন্দার গোগড়া গ্রামের প্রায় ৭০টি পরিবারের ৩০০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলবদলকারীদের মধ্যে ৬৯টি পরিবার বিজেপির এবং ১টি পরিবার সিপিআইএমের সমর্থক ছিল বলে জানা গেছে।

ওন্দা-১ অঞ্চলের ২১৫ ও ২১৬ নম্বর বুথের এই গণ-যোগদান ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে। ওন্দার ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিদ সরাসরি স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে নিশানা করে বলেন, “বিধায়কের কাউন্টডাউন আজ থেকেই শুরু হয়ে গেল। গত চার বছর ধরে তিনি মানুষকে ধোঁকা দিয়েছেন, তাই মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে শামিল হচ্ছেন।” তিনি আরও জানান, সামনেই এরকম আরও ‘যোগদান মেলা’ হবে জেলাজুড়ে।

পাল্টা চড়া সুরে আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও। তিনি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, “ওন্দায় বিজেপি ছিল এবং থাকবে। তৃণমূল নেতারা টিকিট পাওয়ার আশায় এসব নাটক করছেন। চোর তকমা পাওয়া তৃণমূলের কথায় সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না।” ভোটের আগে এই রাজনৈতিক তরজা এখন তুঙ্গে বাঁকুড়ায়।