প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাই কাল! স্বামীকে কেটে টুকরো করে গঙ্গায় ভাসাল স্ত্রী

মেরঠের ছায়া এবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের পথে ‘কাঁটা’ সরাতে স্বামীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। কিন্তু শেষরক্ষা হলো না; নিহতের হাতের একটি ‘ট্যাটু’ এবং স্ত্রীর ফোনের একটি ছবিই ধরিয়ে দিল অপরাধীদের।

ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর, যখন সম্ভালের একটি ঈদগাহের পেছন থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভেতরে ছিল মস্তকহীন পচাগলা দেহাংশ। তদন্তে নেমে পুলিশ মৃতের হাতে ‘রাহুল’ লেখা একটি ট্যাটু দেখতে পায়। নিখোঁজ ডায়েরি ঘেঁটে পুলিশ জানতে পারে, জনৈক রুবি তার স্বামী রাহুলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ যখন রুবিকে দেহ শনাক্ত করতে ডাকে, সে সরাসরি অস্বীকার করে। রুবির আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তার মোবাইল ফোন পরীক্ষা শুরু করে। সেখানে এক ব্যক্তির ছবির পোশাকের সঙ্গে উদ্ধার হওয়া দেহের পোশাকের হুবহু মিল পাওয়া যায়।

জেরার মুখে ভেঙে পড়ে রুবি স্বীকার করে, গত ১৭ নভেম্বর রাতে প্রেমিক গৌরবের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন রাহুল। বচসা চলাকালীন রাহুলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে রুবি। মৃত্যু নিশ্চিত হলে পরের দিন কাটার মেশিন দিয়ে দেহ টুকরো করা হয়। মাথা ও হাত-পা ৫০ কিমি দূরে গঙ্গায় ফেলে দিলেও ধড়টি ব্যাগে ভরে ফেলে আসা হয়েছিল ঈদগাহের পেছনে। পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।