“মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন!” বিধানসভার গেটে দাঁড়িয়ে মমতাকে একহাত নিলেন শুভেন্দু

বিধানসভার শীতকালীন অধিবেশনে ফের তপ্ত রাজ্য রাজনীতি। অধিবেশন শেষে বিধানসভার চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে এসআইআর (SIR) ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টায় সুর চড়ালেন তিনি।

শুভেন্দু অধিকারী এদিন সরাসরি অভিযোগ করেন, রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কাজ করছে। অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা আক্রমণের জবাবে শুভেন্দু বলেন, “ভিত্তিহীন অভিযোগ করে নজর ঘোরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষা নিশ্চিত করছেন, আর এখানে রাজ্য সরকার দুর্নীতি ঢাকতে ব্যস্ত।” এসআইআর সংক্রান্ত বিতর্কে মুখ্যমন্ত্রীর যুক্তিকে নস্যাৎ করে দিয়ে তিনি জানান, আইনি পথেই এই দুর্নীতির মোকাবিলা করা হবে।

বিরোধী দলনেতার দাবি, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ এবং জনরোষ থেকে বাঁচতেই বিধানসভায় অবান্তর মন্তব্য করা হচ্ছে। শুভেন্দুর এই কড়া অবস্থান এবং ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।