“চোরদের ঠিকানা হবে জেল!”—তৃণমূল নেতাদের তালিকা নিয়ে জিতেন্দ্র তেওয়ারির হুঁশিয়ারিতে শোরগোল

রাজ্য থেকে গ্রাম—তৃণমূলের ‘দুর্নীতিগ্রস্ত’ নেতাদের তালিকা এবার তৈরি। বিজেপি নেতা তথা রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারি আজ তালডাংরায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, “রাজ্য, জেলা বা অঞ্চল, কোনও স্তরের চোরই রেহাই পাবে না। বিজেপি সবাইকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে।” এদিন তালডাংরা বিধানসভা কেন্দ্রের দুর্নীতির একটি বিশদ অভিযোগপত্র পেশ করে তিনি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন।
জিতেন্দ্র তেওয়ারি দাবি করেন, গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে থাকা তৃণমূল নেতা-কর্মীদের যাবতীয় কুকীর্তির তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই দলের রাজ্য দপ্তরে জমা দেওয়া হয়েছে। নারী নির্যাতন, ধর্ষণ, খুন থেকে শুরু করে রাস্তা নির্মাণ ও বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ তছরুপ—তালডাংরার প্রতিটি অভিযোগকে নথিভুক্ত করেছে বিজেপি। তিনি সাফ জানান, “যথাসময়ে ব্যবস্থা হবে, কোনও চোর বাইরে থাকতে পারবে না।”
বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও স্থানীয় মণ্ডল সভাপতিদের উপস্থিতিতে এই কর্মসূচিতে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই আগামী নির্বাচনে শাসক দলকে ধরাশায়ী করবে।