বিশেষ: কী কী কারণে মেটা ফেসবুক আইডি-পেজ সরিয়ে দেয়, জেনেনিন বিস্তারিত

ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে আপনার শখের আইডি বা বছরের পর বছর ধরে গড়ে তোলা পেজটি হঠাৎ উধাও হয়ে গেলে তা চরম বিভ্রান্তিকর হতে পারে। কিন্তু মেটা কোনো কারণ ছাড়া এমন কঠোর পদক্ষেপ নেয় না। মূলত ফেসবুকের নিরাপত্তা এবং নীতিমালার স্বার্থেই কোম্পানিটি আপনার অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারে।

এর পেছনে প্রধান কারণ হলো মেটার ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ বা নিয়মাবলী লঙ্ঘন করা। ঘৃণাসূচক বক্তব্য, সহিংসতায় উসকানি কিংবা অশ্লীল কনটেন্ট পোস্ট করলে মেটা দ্রুত ব্যবস্থা নেয়। এছাড়া অন্য কারো পরিচয় চুরি করে ভুয়া আইডি চালানো বা কপিরাইট লঙ্ঘন করে অন্যের ছবি-ভিডিও পোস্ট করাও অ্যাকাউন্ট হারানোর অন্যতম কারণ। আপনি যদি বারংবার একই লিঙ্ক বা কমেন্ট শেয়ার করেন, তবে ফেসবুক সেটিকে ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।

নিরাপত্তার স্বার্থে হ্যাকিং ঝুঁকি থাকলেও ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে লক বা সরিয়ে দেয়। এছাড়াও ১৩ বছরের কম বয়সীদের আইডি এবং দেশের আইন অনুযায়ী উসকানিমূলক রাজনৈতিক কনটেন্টের বিরুদ্ধেও মেটা এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই আপনার প্রিয় অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে মেটার নিয়মাবলী মেনে চলাই বুদ্ধিমানের কাজ।