তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক! পাল্টাপাল্টি ভিসা বন্ধের সিদ্ধান্তে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে বেনজির টানাপোড়েন। চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র (IVAC) বন্ধ হওয়ার ঠিক ২৪ ঘণ্টার মাথায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিল ঢাকা। সোমবার থেকে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে সব ধরনের ভিসা ও কনস্যুলার পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অচলাবস্থা জারি থাকবে।

রাজনৈতিক মহলের মতে, যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে এই কূটনৈতিক সিদ্ধান্তে। রবিবার চট্টগ্রামে হিংসাত্মক পরিস্থিতির আশঙ্কায় ভারত তাদের ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল। ঠিক তার পরেই দিল্লির হাই কমিশন থেকে জানানো হলো, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণে তারাও পরিষেবা বন্ধ রাখছে। এই সিদ্ধান্তে দুই দেশের সাধারণ মানুষের চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক যাতায়াত সম্পূর্ণ থমকে গেল।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে অবশ্য ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে যে, কোনও নিরাপত্তা সংক্রান্ত প্রতিকূলতা তৈরি হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশি সংবাদমাধ্যমে বিক্ষোভ নিয়ে যে দাবি করা হচ্ছে তা ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’। তবে পাল্টাপাল্টি এই ভিসা বন্ধের সিদ্ধান্ত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক বর্তমানে এক অত্যন্ত নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে।