পেট্রোল না ডিজেল? ৬টি শক্তিশালী ইঞ্জিনে বাজারে এলো টাটা সিয়েরা, দেখে নিন চোখ ধাঁধানো ফিচার

গাড়ি প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের শেষ চমক হিসেবে বাজারে এলো নতুন ‘টাটা সিয়েরা’। আইকনিক এই ব্র্যান্ডটিকে সম্পূর্ণ আধুনিক ও ভবিষ্যৎমুখী ডিজাইনে ফিরিয়ে এনেছে টাটা মোটরস। পেশিবহুল বডি লাইন, সামনে বড় এলইডি লাইট বার এবং ফ্লাশ ডোর হ্যান্ডেলের মতো প্রিমিয়াম লুক নিয়ে এই এসইউভিটি তার সেগমেন্টে এখন অন্যতম আকর্ষণ।

গাড়িটির ভেতরে রয়েছে লাক্সারি কেবিন, যেখানে প্রথমবারের মতো দেওয়া হয়েছে ‘থ্রি-স্ক্রিন থিয়েটার প্রো’ সেটআপ। সঙ্গে রয়েছে জেবিএল-এর প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ভেন্টিলেটেড সিটের মতো অত্যাধুনিক সুবিধা। আরাম এবং প্রযুক্তির এমন মিশেল এই বাজেটে সত্যিই বিরল।

নতুন সিয়েরা পেট্রোল ও ডিজেল—উভয় ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, যেখানে মোট ৬টি পাওয়ারট্রেন অপশন রয়েছে। মোট ৬টি আকর্ষণীয় রঙে লঞ্চ হওয়া এই জাঁদরেল এসইউভিটির শুরুর দাম রাখা হয়েছে মাত্র ১১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। যারা প্রিমিয়াম ফিচারের সঙ্গে রাজকীয় লুক খুঁজছেন, তাদের জন্য বছরের সেরা উপহার হতে পারে এই গাড়িটি।