‘রহমান ডাকাত’-এর ম্যাজিকে ফিকে রণবীর সিং! অক্ষয় খান্নার অজানা কথা ফাঁস করলেন বামনেত্রী সায়রা

বক্স অফিসে এখন একটাই নাম—’ধুরন্দর’। রণবীর সিংকে ছাপিয়ে বর্তমানে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘রহমান ডাকাত’ ওরফে অক্ষয় খান্না। বছরের সেরা কামব্যাকের পর নেটদুনিয়ায় এখন অক্ষয়কে নিয়ে মাতামাতি তুঙ্গে। ঠিক এই আবহেই অভিনেতার স্কুল জীবনের এক অজানা অধ্যায় সামনে আনলেন তাঁর স্কুলেরই জুনিয়র তথা বিশিষ্ট বামনেত্রী সায়রা শাহ হালিম।

সায়রা এবং অক্ষয় দুজনেই নীলগিরির বিখ্যাত ‘লরেন্স স্কুল লাভডেল’-এর পড়ুয়া ছিলেন। সায়রা স্মৃতিচারণা করে জানান, অক্ষয় যখন একাদশ শ্রেণিতে ভর্তি হন, তখন বিনোদ খান্নার ছেলেকে দেখতে স্কুলের লবিতে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সায়রার কথায়, অক্ষয় ছিলেন তাঁদের স্কুলের ‘ন্যাশনাল ক্রাশ’। তবে তিনি ফুটবল টিমের ক্যাপ্টেন বা হইহুল্লোড় করা সিনিয়র ছিলেন না; বরং ছিলেন এক ‘শান্ত ঝড়’।

সায়রা লিখছেন, অক্ষয় বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করতেন। স্কুলের পার্টি বা বন্ধুদের আড্ডায় তাঁকে দেখা যেত না। একা লনে বসে চা খাওয়া বা নির্জনে ঘুরে বেড়াতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দীর্ঘ বছর পর ‘ধুরন্দর’ ছবিতে তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তন দেখে উচ্ছ্বসিত সায়রা। তিনি বলেন, “অক্ষয় সেই আগের মতোই রহস্যময় রয়ে গেছেন, অবশেষে তিনি তাঁর যোগ্য সম্মান পাচ্ছেন।”