বিশেষ: ১০ দিনে দু’বার অবস্থান বদল করছে শুক্র, ৩ রাশির খুলছে ভাগ্যের দরজা

সম্পদ, বিলাসিতা এবং প্রেমের প্রতীক গ্রহ শুক্র ২০২৫ সালের একেবারে শেষ লগ্নে বড়সড় চমক দিতে চলেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে দু’বার গোচর করতে চলেছে এই গ্রহ। গত ২০ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশের পর আগামী ৩০ ডিসেম্বর শুক্র প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্রে এই ঘটনা অত্যন্ত বিরল, কারণ এই নক্ষত্রটি শুক্রের নিজেরই অধীন। শুক্রের এই স্ব-নক্ষত্রে প্রত্যাবর্তন কয়েকটি রাশির জন্য লটারি পাওয়ার মতোই সৌভাগ্য বয়ে আনতে পারে।

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি আশীর্বাদের মতো। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এই ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য বড় সুযোগ আসতে চলেছে। তুলা রাশির জাতকরা, যাদের অধিপতি স্বয়ং শুক্র, তারা হঠাৎ আর্থিক লাভের মুখ দেখবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভের পাশাপাশি দীর্ঘদিনের ঋণের বোঝা হালকা হতে পারে।

ধনু রাশির জাতকদের ক্ষেত্রে শুক্রের অবস্থান অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে সাহায্য করবে। বিনিয়োগের জন্য এটি সেরা সময়। যারা অবিবাহিত, তাদের বিয়ের পাকা কথা হওয়ার প্রবল যোগ রয়েছে এই সময়ে। সব মিলিয়ে ২০২৫-এর বিদায়লগ্নে এই তিন রাশির জীবনে সুখ, সমৃদ্ধি ও আকর্ষণের জোয়ার আসতে চলেছে।