“মেসি-কাণ্ডে দায়ী পুলিশই”, দায় ঝাড়লেন শতদ্রু! পাল্টা সুজিত-অরূপের যোগসাজশ খুঁজছে হাইকোর্ট

-
শতদ্রু দত্তর আইনজীবী দাবি করেন, ৪০০টি পাসের অনুমতি থাকলেও পুলিশের ব্যর্থতায় ১০০০ লোক ভিআইপি জোনে ঢুকে পড়ে। পাল্টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা উপস্থিত থাকবেন— তা পুলিশকে আগে থেকে লিখিতভাবে জানানো হয়নি।
-
মন্ত্রীদের ভূমিকা ও ‘স্ক্যাম’: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য অভিযোগ করেন, দমকল মন্ত্রী সুজিত বসু মেসিকে দিয়ে মূর্তি উন্মোচন ও ছবি তোলার ব্যবস্থা করায় মাঠে পৌঁছতে ৪০ মিনিট দেরি হয়। অভিযোগ উঠেছে, মেসিকে অগ্রিম ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল— সেই বিপুল অর্থের উৎস কী? এটি আসলে একটি বড়সড় ‘আর্থিক স্ক্যাম’।
-
জলের বোতল ও দুর্নীতি: মাঠে জলের বোতল নিষিদ্ধ থাকলেও ২০০ টাকায় তা বিক্রি হয়েছে বলে অভিযোগ। এমনকি মেয়রের উপস্থিতিতে সিএজি (CAG) বা ইডি (ED)-কে দিয়ে অডিট ও তদন্তের দাবি তুলেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
-
তদন্ত কমিশনের গ্রহণযোগ্যতা: রাজ্য সরকার একটি তদন্ত কমিশন গঠন করলেও মামলাকারীদের দাবি, প্রভাবশালী মন্ত্রীদের আড়াল করতেই এই পদক্ষেপ। শতদ্রু দত্তর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে রাজ্য জানিয়েছে।