দিল্লির দরবারে নীতীশ! মোদী-শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বিহারের উন্নয়নের নতুন ‘রোডম্যাপ’

বিহারে নতুন সরকার গঠনের প্রায় এক মাস পর সোমবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন নীতীশের সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং জেডিইউ নেতা লালন সিং। এই উচ্চপর্যায়ের সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ বলা হলেও, এর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব অপরিসীম।
বৈঠকের প্রধান দিকগুলো:
-
উন্নয়ন ও আর্থিক প্যাকেজ: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের বড়সড় আর্থিক সাহায্যের প্রয়োজন। নীতীশ কুমারের ‘সাত সংকল্প’ কর্মসূচির তৃতীয় সংস্করণের রূপায়ণে কেন্দ্রের সহযোগিতা নিশ্চিত করতেই এই আলোচনা বলে মনে করা হচ্ছে।
-
নির্বাচনী সমীকরণ: আগামী এপ্রিলে বিহারে পাঁচটি রাজ্যসভা আসনে নির্বাচন। সেই আসনগুলিতে এনডিএ-র প্রার্থী বাছাই এবং বিধান পরিষদ নির্বাচন নিয়ে মোদী-শাহের সঙ্গে নীতীশের কথা হয়েছে বলে সূত্রের খবর।
-
শিল্পায়ন ও কর্মসংস্থান: পরিযায়ী শ্রমিক সমস্যা মেটাতে বিহারে বড় শিল্প বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক প্রেক্ষাপট: বিজেপির সাংগঠনিক রদবদলের পর নীতীশের এই সফর তাৎপর্যপূর্ণ। নীতিন নবীনকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি করার পর বিহারে বিজেপি-জেডিইউ জোটের রসায়ন আরও মজবুত করতে চাইছে কেন্দ্র। জেডিইউ নেতৃত্বের মতে, বিহারের ঐতিহাসিক জনমতের মর্যাদা রক্ষায় কেন্দ্র ও রাজ্য এখন একই সুরে কাজ করতে দায়বদ্ধ।