পাকিস্তান তলানিতে, শীর্ষে সূর্যকুমাররা! আইসিসি র্যাঙ্কিংয়ে বড় ধামাকা টিম ইন্ডিয়ার

২০২৫ সালের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্তভাবে মরসুম শেষ করল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসি (ICC) প্রকাশ করল নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিং। সেখানেও প্রত্যাশামতোই বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে এক নম্বর স্থান ধরে রাখল ভারত।
আইসিসি-র ১৯ ডিসেম্বরের আপডেট অনুযায়ী, ২৭২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬৭। অর্থাৎ অজিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে বছরের শেষটা এক নম্বরে থাকা নিশ্চিত করল রাহুল দ্রাবিড়ের ছাত্ররা। অন্যদিকে ২৫৮ ও ২৫১ রেটিং নিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
ভারত-সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে টিকে রয়েছে। তবে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের জন্য দুঃসংবাদ, তাদের রেটিং ২৩৫-এ নেমে আসায় তারা এখন তালিকার সাত নম্বরে। জানুয়ারিতে ২০২৬-এর নতুন ক্যালেন্ডার শুরু হওয়ার আগে এই র্যাঙ্কিং পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। ফলে রাজকীয় মেজাজেই ২০২৫ সালকে বিদায় জানাচ্ছে শীর্ষস্থানে থাকা ভারত।