২৪ ডিসেম্বরেই ইসরোর মহাকাশ ধামাকা! আমেরিকার ‘ব্লুবার্ড’ ওড়াবে ভারতের বাহুবলী রকেট

মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চলেছে ভারত। আগামী ২৪ ডিসেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর শক্তিশালী রকেট এলভিএম৩ (LVM3) পাড়ি দেবে মহাকাশে। এবার তার সঙ্গী আমেরিকার এএসটি স্পেসমোবাইল সংস্থার তৈরি যোগাযোগ কৃত্রিম উপগ্রহ ‘ব্লুবার্ড-৬’ (BlueBird-6)।

ব্লুবার্ড সিরিজের এটি ষষ্ঠ উপগ্রহ। তবে এর বিশেষত্ব হল এর ওজন। প্রায় সাড়ে ৬ টন ওজনের এই অতিভারী বাণিজ্যিক উপগ্রহটিকে কক্ষপথে পৌঁছে দেওয়া সাধারণ রকেটের কাজ নয়। আর এখানেই ভারতের গর্ব এলভিএম৩ বা লঞ্চ ভেহিকল মার্ক ৩-এর কারিশমা। এত বিপুল ভার বহনে সক্ষম ভারতের এই ‘বাহুবলী’ রকেটটি মহাকাশ বাণিজ্যে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। মার্কিন এই উপগ্রহটি গত ১৯ অক্টোবর ভারতে পৌঁছেছিল, যা এখন চূড়ান্ত উৎক্ষেপণের জন্য প্রস্তুত।

বিশ্বের শক্তিশালী দেশগুলি এখন তাদের উপগ্রহ পাঠাতে ভারতের ওপর ভরসা করছে। এই উৎক্ষেপণ সফল হলে ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর ক্ষেত্রে ইসরোর বাণিজ্যিক দক্ষতা আরও একবার বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হবে। বছর শেষে বড়দিনের প্রাক্কালে এটি ভারতের মহাকাশ গবেষণায় এক বিশেষ মাইলফলক হতে চলেছে।