সেনার উর্দিতে বিএলএ-র কবজা, টিটিপি-র রক্তক্ষয়ী হামলা আর ইমরানের সমর্থকদের গর্জন— জ্বলছে পাকিস্তান।

মুসিবত যখন আসে, তখন সব দিক থেকেই আসে— পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান (সিডিএফ) আসিম মুনিরের অবস্থা এখন ঠিক তেমনই। ফিল্ড মার্শাল হওয়ার স্বপ্ন দেখা মুনির এখন তিনটি বড় ফ্রন্টে লড়াই করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। একদিকে বালোচ লিবারেশন আর্মি (BLA), অন্যদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) এবং তৃতীয়ত ইমরান খানের সমর্থকদের গণবিক্ষোভ— এই ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে মুনিরের রাতের ঘুম উড়ে গেছে।

বালোচিস্তানের পাঞ্চগুর ও খুজদারে বিএলএ-র সাম্প্রতিক হামলায় ১৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিএলএ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দেখিয়েছে যে, পাক সেনাদের রাইফেল, গোলাবারুদ এমনকি উর্দিতেও এখন বালোচ যোদ্ধাদের কবজায়। এই অপমান পাকিস্তান সেনার মনোবল ভেঙে দিয়েছে। অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ায় টিটিপি-র হামলায় আরও চার জওয়ান প্রাণ হারিয়েছেন। উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানে সেনাশিবির লক্ষ্য করে টিটিপি যে হামলা চালাচ্ছে, তা মুনিরের ব্যর্থতাকেই স্পষ্ট করে দিচ্ছে।

সীমান্তের এই লড়াইয়ের মাঝেই দেশের ভেতরে শুরু হয়েছে জনবিদ্রোহ। জেলবন্দি ইমরান খানের আহ্বানে পাকিস্তানের রাজপথ এখন পিটিআই সমর্থকদের দখলে। হাড়কাঁপানো শীতেও হাজার হাজার মানুষ সেনা ও পুতুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মুনিরের চাল ছিল ইমরানকে আজীবন জেলে রাখা, কিন্তু সেই চাল এখন বুমেরাং হয়ে তাঁর দিকেই ধেয়ে আসছে। বিশেষজ্ঞ মহলের মতে, আসিম মুনির এখন এমন এক চক্রব্যূহে ফেঁসে গেছেন, যেখান থেকে সম্মানজনক প্রস্থান প্রায় অসম্ভব।