মস্কোর বুকে ভয়ংকর বিস্ফোরণ! পুতিনের খাস লোককে খতম করতে কি ‘মোসাদ’ স্টাইলে হামলা চালাল ইউক্রেন?

রাশিয়ার রাজধানী মস্কোর নিরাপত্তা বলয় ভেঙে এক চাঞ্চল্যকর গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে দক্ষিণ মস্কোর একটি অভিজাত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান, ৫৬ বছর বয়সী জেনারেল ফানিল সারভারভের। গাড়িটি স্টার্ট দেওয়ার মুহূর্তেই তলায় রাখা আইইডি (IED) বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে।
জেনারেল সারভারভ ছিলেন পুতিন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামরিক স্তম্ভ। ইউক্রেন যুদ্ধের রণকৌশল এবং সামরিক প্রস্তুতির প্রশিক্ষণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। রাশিয়ার তদন্ত কমিটির প্রাথমিক অনুমান, এই হামলা ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সুপরিকল্পিত অপারেশন হতে পারে। কিলার ড্রোন বা দূরপাল্লার মিসাইল নয়, বরং শত্রুর ডেরায় ঢুকে গাড়ির নিচে বোমা পুঁতে দেওয়ার এই ‘মোসাদ স্টাইল’ অপারেশন মস্কোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
এর আগেও ইয়ারোস্লাভ মোসকালিক এবং ইগর কিরিলোভের মতো উচ্চপদস্থ রুশ কর্তারা একই কায়দায় প্রাণ হারিয়েছেন। যদিও ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই হত্যার দায় স্বীকার করেনি, তবে ক্রেমলিন একে রাশিয়ার ওপর বড় আঘাত হিসেবে দেখছে। ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠানো হয়েছে এবং খুনিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুতিন সরকার।