ভোটার লিস্টে নাম আছে কিন্তু ডাক পড়তে পারে হিয়ারিংয়ে! নির্বাচন কমিশনের নতুন কড়াকড়িতে চরম উদ্বেগ

ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। এবারের ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা প্রকাশের পাশাপাশি কমিশন একটি বিশেষ তালিকাও প্রস্তুত করেছে। মূলত যাঁদের নাম মূল ড্রাফট লিস্টে নেই, তাঁদের জন্যই এই পৃথক তালিকা। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন তাঁদের নাম বাদ পড়েছে— কেউ মৃত, কেউ অন্য এলাকায় স্থানান্তরিত, আবার কাউকে তদন্তের সময় নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।

তবে সবচেয়ে বড় চাঞ্চল্য ছড়িয়েছে ড্রাফট লিস্টে নাম থাকা ভোটারদের নিয়ে। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নাম থাকলেই আপনি সম্পূর্ণ নিরাপদ নন। যদি কোনো ভোটারের দেওয়া তথ্যে বিন্দুমাত্র অসঙ্গতি বা সন্দেহ থাকে, তবে তাঁকে সরাসরি ‘হিয়ারিং’ বা শুনানির জন্য ডেকে পাঠাবে কমিশন। তবে ঠিক কী কারণে বা কোন তথ্যের গরমিলের জন্য কাউকে তলব করা হবে, তা আগে থেকে জানানো হবে কি না, সে বিষয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে কমিশন। কমিশনের এই নতুন নিয়ম নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়তে শুরু করেছে।