হাসপাতাল চত্বরেই মিলবে মহৌষধি! মথুরাপুরে ম্যাজিকের মতো কাজ করবে এই ২০টি ভেষজ গাছ

মথুরাপুরের আদর্শ আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের সামনে এক অভিনব উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন। হাসপাতাল চত্বরেই গড়ে তোলা হয়েছে একটি বিশাল ‘আয়ুষ ভেষজ উদ্যান’। সাধারণ মানুষকে ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে সচেতন করতে এবং ওষধি গাছ চেনাতে এই প্রয়াস। প্রাথমিকভাবে ১২টি গাছ দিয়ে শুরু হলেও বর্তমানে এই বাগানে ২০ রকমের ভেষজ ও অর্থকরী গাছ শোভা পাচ্ছে।

মথুরাপুর ১ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক বেনীমাধব মাঝি জানিয়েছেন, হরিতকি, বাসক, তুলসি, অ্যালোভেরা এবং তেজপাতার মতো গুরুত্বপূর্ণ গাছ লাগানো হয়েছে এখানে। সাধারণ মানুষ যাতে সহজেই গাছগুলি চিনতে পারেন, তার জন্য প্রতিটি গাছের সামনে লাগানো হয়েছে বিশেষ লেবেল। রোগী এবং তাঁদের পরিবার যাতে ঘরোয়া উপায়ে প্রাথমিক চিকিৎসায় এই গাছগুলি ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই কাজ।

ভেষজ উদ্ভিদের পাশাপাশি হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন শৌখিন গাছও লাগানো হয়েছে। মথুরাপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার জানান, গাছের রক্ষণাবেক্ষণ এবং আগাছা পরিষ্কারের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে গাছের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।