ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুকুটে নতুন পালক, সৌদি আরবের এই দয়ার আসল কারণ কী?

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুকুটে যুক্ত হলো আরও এক অনন্য পালক। সৌদি আরব তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স’-এ ভূষিত করেছে। বর্তমানে সৌদি আরবে এক সরকারি সফরে রয়েছেন তিনি, সেখানেই রাজকীয় ফরমানের আওতায় এই সম্মান তুলে দেওয়া হয়।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান জানিয়েছেন, দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার। এর নেপথ্যে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ। ইয়েমেন সংকট থেকে শুরু করে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা—পাকিস্তানি সেনাবাহিনী সৌদি আরবের নিরাপত্তায় বরাবরই ঢাল হিসেবে কাজ করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও হুথি বিদ্রোহীদের মোকাবিলার মতো চ্যালেঞ্জে ইসলামাবাদকে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী মনে করে রিয়াধ।

মুনিরের নেতৃত্বে এই প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। বিনিময়ে ধুঁকতে থাকা পাক অর্থনীতিতে কোটি কোটি ডলার ঋণ ও বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদি। পাকিস্তানি সেনাবাহিনীর মতে, এই সম্মান কেবল ব্যক্তির নয়, বরং দুই দেশের চিরস্থায়ী ভ্রাতৃত্বের প্রতীক। তবে কূটনৈতিক মহলের মতে, এই ‘ব্যক্তিগত কূটনীতি’ আসলে পাকিস্তানের জন্য বড়সড় অর্থনৈতিক ও সামরিক ত্রাতা হয়ে ওঠার ইঙ্গিত।