পকেটে হাত দিতে ভয় পায় আইসিসি? ‘স্নিকো’ বিতর্কে ক্ষুব্ধ স্টার্কের বিষ্ফোরক দাবি— ‘প্রযুক্তি কিনছে না কেন বোর্ড?’

চলমান অ্যাশেজ সিরিজে ডিআরএস (DRS) প্রযুক্তির একের পর এক ভুলে ধৈর্যের বাঁধ ভেঙেছে অস্ট্রেলীয় তারকা পেসার মিচেল স্টার্কের। অ্যাডিলেড টেস্টে অ্য়ালেক্স ক্যারির আউট এবং ‘রিয়েল টাইম স্নিকো’ (RTS) নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর স্টার্ক সরাসরি আইসিসি-র (ICC) দিকে আঙুল তুলেছেন। তাঁর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা হয়েও কেন আইসিসি এই প্রযুক্তির খরচ বহন করে না?
স্টার্ক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ডিআরএস প্রযুক্তি যখন অ্যাম্পায়াররা ব্যবহার করছেন, তখন এর খরচ আইসিসি কেন দিচ্ছে না? কেন প্রতিটি সিরিজের জন্য আলাদা আলাদা সংস্থার প্রযুক্তি ব্যবহার করা হবে?” তাঁর মতে, সারা বিশ্বে আইসিসি-র উচিত একটি নির্দিষ্ট মানসম্মত প্রযুক্তির জোগান দেওয়া, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে স্নিকো অপারেটরের ভুলের কারণে ইংল্যান্ডের একটি ভুল রিভিউ পুনর্বহাল করা হয়েছিল, যার ফলে সেট ব্যাটার ক্যারিকে উইকেট খোয়াতে হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্টাম্প মাইকেই স্টার্ককে বলতে শোনা যায়, “স্নিকো প্রযুক্তিকে বরখাস্ত করা উচিত!” অধিনায়ক প্যাট কামিন্সও আরটিএস ও আল্ট্রা-এজের অসংগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।