শরীফ হাদির পর এবার খুলনায় এনসিপি নেতা মোতালেবকে লক্ষ্য করে গুলি! ফের রক্তক্ষয়ী হামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই নারকীয় হামলার ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালালে সেটি কানের পাশে লাগে। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই নজিরবিহীন হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে একইভাবে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছাত্র আন্দোলনের প্রভাবশালী নেতা শরীফ ওসমান হাদির। হাদির মৃত্যুর পর দেশজুড়ে চলমান অস্থিরতার মাঝেই খুলনায় এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।