মহারাষ্ট্রে মহাযুতির দাপট, অরুণাচলে রেকর্ড জয়! পাঞ্জাবে ভরাডুবির পর নজর এখন গোয়ার দিকে

অরুণাচল প্রদেশের স্থানীয় নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে। জেলা পরিষদের ২৪৫টি আসনের মধ্যে ১৭০টিই দখল করেছে তারা, যার মধ্যে ৫৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। রাজধানী ইটানগর পৌর কর্পোরেশনের ২০টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে জিতে বিরোধী কংগ্রেসকে খাতা খুলতেই দেয়নি শাসকদল। গ্রাম পঞ্চায়েতের ৮,২০৮টি আসনের মধ্যে ৬,০৮৫টি জিতে বিজেপি তাদের শক্তি প্রদর্শন করেছে।

অন্যদিকে, মহারাষ্ট্রেও ‘মহাযুতি’ জোটের রেকর্ড ভাঙা সাফল্য অব্যাহত। রাজ্যের ২৮৮টি পৌর পরিষদের মধ্যে ২০৭টিই এখন বিজেপির নেতৃত্বাধীন জোটের দখলে। বিজেপি একাই ১১৭টি আসন জিতে রাজ্যের প্রায় ৪৮ শতাংশ কাউন্সিলর পদ দখল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যকে ‘সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন। তবে পাঞ্জাবে আম আদমি পার্টির দাপটে ব্যাকফুটে বিজেপি; সেখানে চতুর্থ স্থানে নেমে এসেছে দলটি। এখন সকলের নজর গোয়ার জেলা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে, যা ২০২৭-এর সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।