‘নতুন করে ঝগড়া বাধানোর চেষ্টা’,-বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে কড়া জবাব ভাগবতের!

মুর্শিদাবাদের বেলডাঙায় বিধায়ক হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে তোপ দাগলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার কলকাতায় সংঘের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, এই ধরনের পদক্ষেপ হিন্দু-মুসলিম সংঘাতকে পুনরায় উস্কে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

ভাগবত বলেন, “দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট রামমন্দির নিয়ে চূড়ান্ত রায় দিয়েছিল। সেই রায়ের মাধ্যমেই মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি হয়েছে। এখন নতুন করে মসজিদ নির্মাণের ঘোষণা কোনো পক্ষের জন্যই ভালো নয়।” তিনি আরও যোগ করেন, এটি স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার একটি কৌশল এবং এমনটা হওয়া উচিত ছিল না।

অনুষ্ঠানে সরকারি টাকায় ধর্মীয় স্থান নির্মাণ নিয়েও সরব হন ভাগবত। দিঘায় জগন্নাথ মন্দির বা শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণে রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দেশ। এখানে সরকার মন্দির বা মসজিদ তৈরি করতে পারে না।” তিনি সর্দার প্যাটেলের সোমনাথ মন্দির নির্মাণ এবং বর্তমানের রামমন্দিরের উদাহরণ টেনে বলেন, সরকার কেবল ট্রাস্ট গড়ে দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু নির্মাণের টাকা দেয় সাধারণ মানুষ। “সরকার আসবে যাবে, কিন্তু ধর্ম চিরন্তন; এর সঙ্গে রাজনীতিকে মেশানো ভুল,”—মন্তব্য সংঘ প্রধানের।