Live in Relation মানে শুধুই ‘শরীর’? জেনেনেনিন কি বললেন RSS প্রধান মোহন ভাগবত

আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘লিভ-ইন রিলেশনশিপ’ এবং জনসংখ্যা নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। রবিবার তিনি স্পষ্ট জানান, লিভ-ইন সম্পর্কের সংস্কৃতি তাঁর একেবারেই না-পসন্দ। ভাগবতের মতে, “লিভ-ইনে থাকার অর্থ হলো দায়িত্ব নিতে অস্বীকার করা। পরিবার বা বিয়ে শুধুমাত্র শারীরিক তৃপ্তির বিষয় নয়, এটি সমাজের ভিত্তি।”
মঞ্চ থেকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি বিয়ে করতে না চান তবে তিনি সন্ন্যাস নিতে পারেন, কিন্তু দায়িত্ব না নিয়ে লিভ-ইনে থাকা সমাজের জন্য মঙ্গলজনক নয়। পাশাপাশি, দেশে কমতে থাকা জন্মহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনসংখ্যাবিদদের তথ্য উদ্ধৃত করে ভাগবত জানান, জন্মহার ২.১-এর নিচে নেমে যাওয়া জাতির জন্য বিপজ্জনক।
সন্তান সংখ্যা নিয়ে সামাজিক বার্তার পাশাপাশি চিকিৎসকদের ‘পরামর্শ’ও তুলে ধরেন সংঘ প্রধান। তিনি দাবি করেন, ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে বিয়ে এবং অন্তত তিনটি সন্তান থাকলে বাবা-মা ও সন্তান—উভয়ের স্বাস্থ্যই ভালো থাকে। এমনকি মনোবিজ্ঞানীদের সূত্র টেনে তিনি বলেন, তিনটি সন্তান থাকলে দম্পতিরা নিজেদের ‘অহংকার’ নিয়ন্ত্রণ করতে শেখেন। জনসংখ্যা হ্রাস পাওয়া রুখতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার ডাক দিয়েছেন তিনি।