হাদির খুনি ভারতে লুকিয়ে? ছাত্র নেতার মৃত্যুতে যেভাবে ‘বিভ্রান্ত’ করছেন ইউনূস

চরমপন্থী ও কট্টর ভারত-বিরোধী নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। ১২ ডিসেম্বর ঢাকার রাজপথে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে বিদ্ধ হন ৩২ বছর বয়সী এই নেতা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তাণ্ডব। এই হাই-প্রোফাইল খুনের রহস্যভেদে এবার বড় সাফল্যের দাবি করল বাংলাদেশের ইউনূস প্রশাসন।
তদন্তকারীদের সূত্রে খবর, হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রবিবার ঢাকার একটি আদালত মাসুদের বিদেশযাত্রার ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশের অনুমান, গ্রেফতারি এড়াতে মাসুদ বারবার নিজের অবস্থান পরিবর্তন করছে, তবে সে এখনও দেশের ভেতরেই লুকিয়ে রয়েছে। তার বিরুদ্ধে দেশব্যাপী ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে।
হাদির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের নামে বাংলাদেশজুড়ে চরম অরাজকতা লক্ষ্য করা গেছে। সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ থেকে শুরু করে ছায়ানটে ভাঙচুর—বাদ যায়নি কিছুই। এমনকি ভারতীয় দূতাবাসে হামলা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। আততায়ী ভারতে পালিয়েছে বলে গুজব ছড়ালেও, তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে মূল অভিযুক্ত মাসুদ এখনও বাংলাদেশেই আছে। তাকে ধরতে একাধিক গোয়েন্দা টিম মাঠে নেমেছে।