২০২৬-এর শুরুতেই মহা-ধামাকা! মকর রাশিতে বিরল ‘পঞ্চগ্রহী যোগ’, ভাগ্য খুলছে এই ৭ রাশির।

জ্যোতিষশাস্ত্রে ২০২৬ সালের শুরুটা হতে চলেছে অত্যন্ত নাটকীয় এবং ইতিবাচক। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আকাশমণ্ডলে তৈরি হতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা— ‘পঞ্চগ্রহী যোগ’। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে সূর্য, বুধ, মঙ্গল, শুক্র এবং চন্দ্র— এই পাঁচ গ্রহের এক অদ্ভুত মিলন ঘটবে। এই শক্তিশালী যুতি বেশ কিছু রাশির জাতকদের জন্য রাজকীয় সুখের পথ প্রশস্ত করবে।

এই যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের ক্যারিয়ারে বড় পদোন্নতির যোগ রয়েছে। মিথুন রাশির ব্যবসায়ীদের হাতে আসবে নতুন চুক্তি, বাড়বে বেতনও। কর্কট রাশির জাতকরা পাবেন সরকারি কাজে অভাবনীয় সাফল্য ও সামাজিক সম্মান। আবার সিংহ রাশির পুরনো পারিবারিক বিবাদ মিটে গিয়ে ফিরবে মানসিক শান্তি। তুলা রাশির জন্য এই সময়টি স্বাস্থ্যের উন্নতি ও কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার। অন্যদিকে, ধনু রাশির সঙ্গে থাকবে ভাগ্যের পূর্ণ সমর্থন। বিশেষ করে মকর রাশির জাতকদের জন্য এই পরিবর্তন হবে বৈপ্লবিক; চাকরিতে বড় পরিবর্তন ও আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রহদের এই মহাসংগম ২০২৬ সালকে অনেক রাশির জন্যই সাফল্যের শিখরে পৌঁছে দেবে।