‘মাথানত করব না’, হাদির শেষযাত্রায় দাবি করলেন ইউনূস, দিলেন বড় বার্তা

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির জানাজায় আছড়ে পড়ল মানুষের ঢল। এই শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস হাদির প্রশস্তিতে পঞ্চমুখ হলেন। তবে একদিকে যখন হাদিকে ‘জাতীয় আদর্শ’ হিসেবে তুলে ধরছেন ইউনূস, ঠিক তখনই তাঁর সরকারকে ২৪ ঘণ্টার চরম আল্টিমেটাম দিল হাদির অনুগামীরা।

ইউনূসের আবেগঘন ভাষণ: জানাজায় ইউনূস বলেন, “প্রিয় উসমান হাদি, আপনি আমাদের হৃদয়ে রয়েছেন। আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই যেখানে আপনার আদর্শ বেঁচে থাকবে। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াব।” তিনি হাদির নির্বাচনী প্রচার ও বিনম্র আচরণের ভূয়সী প্রশংসা করেন।

২৪ ঘণ্টার ডেডলাইন: উল্টোদিকে, ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদি খুনের নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় এবং তাদের গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনসমক্ষে আনতে হবে।

অস্থিরতার আশঙ্কা: ৩২ বছর বয়সী হাদি ছিলেন কট্টর ভারত-বিরোধী নেতা এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। সম্প্রতি ‘গ্রেটার বাংলাদেশ’-এর মানচিত্র প্রকাশ করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার অসুস্থতা এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা ইউনূস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।