কুয়াশার দাপটে বাতিল মোদির কপ্টার সফর, রণক্ষেত্র তাহেরপুর! প্রিয় নেতাকে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল জনতা

শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নদিয়ার তাহেরপুরে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক লক্ষ মানুষের ভিড়ে সভাস্থলে কার্যত তিল ধারণের জায়গা নেই। প্রধানমন্ত্রীর দর্শন পেতে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু প্রকৃতি বাধ সাধায় ঘটে ছন্দপতন। প্রবল কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহেরপুরের হেলিপ্যাডে নামতে পারেনি। মাঝপথ থেকেই তাঁর কপ্টার ফিরে যায় কলকাতা বিমানবন্দরে।

এই খবর ছড়িয়ে পড়তেই সমর্থকদের মধ্যে তীব্র হতাশা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয় নেতাকে সামনাসামনি দেখতে না পাওয়ার আক্ষেপে জনতা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। সভাস্থলের নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন হাজার হাজার সমর্থক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিভিআইপি গেট ভাঙার উপক্রম হয় এবং ব্যারিকেড টপকে মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়।

প্রাথমিকভাবে সড়কপথে যাওয়ার কথা ভাবা হলেও নিরাপত্তার খাতিরে এসপিজি (SPG) সেই অনুমতি দেয়নি। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরের জনসভায় ভাষণ দেবেন। ৩২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও হবে এই ভার্চুয়াল মাধ্যমেই। তবে তাহেরপুরের মাঠজুড়ে এখনও তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা বিরাজ করছে, যা নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট রয়েছে বিশাল পুলিশ বাহিনী।