কর্মরত শিক্ষকদের কি ফের দিতে হবে TET? ২৫ লক্ষ শিক্ষকের ভাগ্য নির্ধারণে বড় পদক্ষেপ কেন্দ্রের!

দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য টেট (TET) পরীক্ষা কি আবারও বাধ্যতামূলক হতে চলেছে? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর তৈরি হওয়া এই তীব্র উৎকণ্ঠার মাঝেই এবার আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের এক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকের পর লক্ষ লক্ষ শিক্ষকের মনে জমতে থাকা আশঙ্কার কালো মেঘ কিছুটা হলেও কাটতে শুরু করেছে।
গত ১লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, কর্মরত শিক্ষকদের জন্যও টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ কার্যকর হলে সারা দেশের প্রায় ২৫ লক্ষ শিক্ষকের চাকরির স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ত। এই জটিলতা নিরসনে শিক্ষক ফেডারেশনের প্রতিনিধিরা আরটিই (RTE) আইন ২০০৯ এবং এনসিটিই (NCTE)-র নিয়মাবলী শিক্ষামন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা যুক্তি দেন, চাকরিতে থাকা অবস্থায় নতুন করে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা দেওয়া শিক্ষকদের জন্য অযৌক্তিক।
সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং নীতিগত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি শীতকালীন ছুটির পর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকার যদি এই বিষয়ে কোনো নমনীয় শিক্ষানীতি গ্রহণ করে, তবে তা হবে দেশের ২৫ লক্ষ প্রাথমিক শিক্ষকের জন্য এক ঐতিহাসিক স্বস্তি।