ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা! ৭ জনকে গ্রেফতার করে কড়া বার্তা ইউনুস সরকারের

বাংলাদেশে ক্রমবর্ধমান ‘মব কালচার’ ও সংখ্যালঘু নির্যাতনের আবহে আবারও উত্তপ্ত ময়মনসিংহ। ভালুকা উপজেলার এক পোশাক কারখানায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের পর তাঁর মৃতদেহ রাস্তায় ফেলে পুড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে।

ধৃতরা হলো—মহম্মদ লিমন সরকার (১৯), মহম্মদ তারেক হোসেন (১৯), মহম্মদ মানিক মিয়া (২০), এরশাদ আলি (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মহম্মদ মিরাজ হোসেন আকন (৪৬)।

ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর রাত ৯টা নাগাদ পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায়। অভিযোগ, ধর্মীয় অবমাননার অজুহাতে দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তাঁর দেহ ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকে। ইউনুস সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “নতুন বাংলাদেশে এই ধরণের সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।” দেশে শান্তি বজায় রাখার জন্য তিনি নাগরিকদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন।