“টাকা জমানোর দিন শেষ!” ধনকুবের ইলন মাস্কের একটি ভবিষ্যদ্বাণীতে তোলপাড় বিশ্ব, কী হবে আপনার সঞ্চয়ের?

ধনী-দরিদ্রের ক্রমবর্ধমান ব্যবধান নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে, তখনই বিস্ফোরক দাবি করলেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। তাঁর দাবি, অদূর ভবিষ্যতে পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না, ফলে কষ্ট করে টাকা জমানোরও আর কোনো প্রয়োজন পড়বে না। মাস্কের এই মন্তব্যে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সরকারের নতুন ‘Trump Accounts’ প্রকল্পের প্রশংসা করতে গিয়ে মাস্ক এই মন্তব্য করেন। এই প্রকল্পে নবজাতকদের অ্যাকাউন্টে সরকার ১০০০ ডলার জমা দেবে। মাস্কের মতে, ভবিষ্যতে কৃত্রিম মেধা (AI) এবং রোবোটিক্সের অগ্রগতির ফলে উৎপাদন এমন এক পর্যায়ে পৌঁছাবে যে সম্পদ হবে অফুরন্ত। অক্সিজেনের মতো টাকাও সহজলভ্য হয়ে যাবে। তাই চিরাচরিত শ্রম বা সঞ্চয়ের ধারণা বিলুপ্ত হবে।
তবে মাস্কের এই তত্ত্বে ধেয়ে আসছে সমালোচনার ঝড়ও। খোদ ৬০০ বিলিয়ন ডলারের মালিক কেন অন্যকে সঞ্চয় না করার পরামর্শ দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সমালোচকদের খোঁচা— যার নিজের ভাণ্ডার উপচে পড়ছে, তার মুখে এই ‘আধ্যাত্মিক’ বাণী কি আদৌ মানায়?