বাংলাদেশে দীপু দাসের ওপর নারকীয় নির্যাতন! বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ক্ষোভে ফেটে পড়লেন শমীক ভট্টাচার্য

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের ওপর পৈশাচিক অত্যাচারের ঘটনায় শিউরে উঠছে গোটা বিশ্ব। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত বাড়তে থাকা এই হিংসার আঁচ এবার পড়ল এপার বাংলাতেও। এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করে বলেন, “বাংলাদেশে যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। দীপু দাসের ওপর যা ঘটেছে তা মানব সভ্যতার লজ্জা।” তিনি সাফ জানান, ওপার বাংলায় সনাতনীদের নিরাপত্তা আজ তলানিতে ঠেকেছে এবং আন্তর্জাতিক মহলের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা।

সোশ্যাল মিডিয়ায় দীপু দাসের ওপর নির্যাতনের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, ওপার বাংলার এই অস্থির পরিস্থিতির প্রভাব এরাজ্যেও পড়তে পারে, তাই ভারত সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।