DA মামলা নিয়ে বছরের শেষ দিনে বড় ধাক্কা! সুপ্রিম কোর্টে ঝুলেই রইল রায়, কবে আসবে খুশির খবর?

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা DA মামলার রায় নিয়ে বাড়ল উদ্বেগ। ১৯ ডিসেম্বরের দিকে আশায় বুক বাঁধলেও, শেষ পর্যন্ত সেই আশায় জল পড়ল। সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাওয়ায় এ বছর আর রায় পাওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নতুন বছরের আগে বকেয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আদালত। এরপর ৫ জানুয়ারি আদালত পুনরায় খুললে তবেই রায় ঘোষণার সম্ভাবনা তৈরি হবে। গত ৮ সেপ্টেম্বর শুনানি শেষ হওয়ার পর রায় ‘রিজার্ভ’ বা সংরক্ষিত করে রাখা হয়েছিল। নিয়ম অনুযায়ী দেড়-দুই মাসের মধ্যে রায় জানানোর কথা থাকলেও, ডিএ মামলার মতো বড় এবং জটিল বিষয়ে বিচারপতিরা আরও সময় নিতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ এই রায় প্রদান করবে। আইনি মহলের ধারণা, শীতকালীন ছুটির মধ্যেই রায় লেখার কাজ শেষ করা হবে। ফলে ৫ জানুয়ারির পর যেকোনো দিন আদালত খুললেই বহু প্রতীক্ষিত এই মামলার ভবিষ্যৎ স্পষ্ট হবে। আপাতত জানুয়ারি মাসের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মী।