পুরুলিয়ার সাংস্কৃতিক জগতে নক্ষত্র পতন! গবেষক দিলীপ কুমার গোস্বামীর প্রয়াণে শোকস্তব্ধ মানভূম

পুরুলিয়ার ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চার এক উজ্জ্বল জ্যোতিষ্ক নিভে গেল। দীর্ঘ রোগভোগের পর ৭২ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট গবেষক, সাহিত্যিক তথা সংস্কৃতি পৃষ্ঠপোষক দিলীপ কুমার গোস্বামী। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র জেলাজুড়ে।
পুরুলিয়ার মন্দির, মানভূমের ভাষা আন্দোলন এবং এই মাটির লোকসংস্কৃতিকে লেখনীর মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তিনি। ১৯৫৩ সালে কাশীপুরের সুতাবই গ্রামে জন্ম নেওয়া এই কৃতি সন্তান বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ‘মানভূমের ঝুমুর’ থেকে শুরু করে ‘পঞ্চকোটের ইতিহাস’—তাঁর একাধিক আকর গ্রন্থ আগামীর গবেষকদের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে।
শান্তিপ্রিয় গুরুর মতো জেলার বিশিষ্ট কবিরা তাঁর প্রয়াণকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে বর্ণনা করেছেন। হরিপদ সাহিত্য মন্দিরের সংগ্রহশালার সঙ্গে দীর্ঘ ১৮ বছর যুক্ত থাকা এই মানুষটি ছিলেন মানভূমের ইতিহাসের চলন্ত অভিধান। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল।