পুরো টাকা পকেটে! NPS-এ বিরাট বদল আনল কেন্দ্র, ৮ লক্ষ টাকা পর্যন্ত উইথড্রয়ালে লাগবে না কোনো নিয়ম

অবসর জীবনের সঞ্চয় নিয়ে আর চিন্তা নেই! ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-কে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নিয়মে বড়সড় রদবদল আনল পিএফআরডিএ (PFRDA)। এখন থেকে বিনিয়োগকারীরা আগের চেয়ে অনেক বেশি নমনীয়তা পাবেন। সবথেকে বড় চমক হলো, আপনার জমানো তহবিলের পরিমাণ যদি ৮ লক্ষ টাকা পর্যন্ত হয়, তবে আর বাধ্যতামূলকভাবে পেনশন প্ল্যান বা অ্যানুইটি কিনতে হবে না—পুরো টাকাটাই আপনি একলপ্তে তুলে নিতে পারবেন। আগে এই সীমা ছিল মাত্র ২ লক্ষ টাকা।

এখানেই শেষ নয়, অবসরের পরও যাতে আপনার সম্পদ বাড়তে থাকে, তাই বিনিয়োগের বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮৫ বছর করা হয়েছে। এছাড়া মাত্র ১৫ বছর বিনিয়োগ করলেই মিলবে স্কিম থেকে বেরিয়ে আসার সুযোগ। মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম খরচে এবং বার্ষিক ১২.৫% থেকে ১৬.৫% রিটার্ন দেওয়ার রেকর্ড থাকায়, সাধারণ মানুষের কাছে এখন NPS হয়ে উঠছে ভবিষ্যতের সেরা হাতিয়ার। বড় কর্পাস থাকলে এখন ৮০ শতাংশ পর্যন্ত টাকা এককালীন তোলার সুবিধাও মিলবে।