বড়দিনের আগে শীতের ভেলকি! কুয়াশার চাদরে মুড়ল বাংলা, আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন আপডেট জানলে চমকে যাবেন

পৌষের শুরুতেই ভোরের বাংলায় ঘন কুয়াশার দাপট। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই কুয়াশার চাদর, তবে বড়দিনের আগে হাড়কাঁপানো ঠান্ডা নিয়ে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কোপে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় এক ধাক্কায় কিছুটা বেড়েছে পারদ। ফলে ক্রিসমাসের আগে জাঁকিয়ে শীতের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫-৭ দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও, উইকেন্ডে পারদ কিছুটা চড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি (১৬.২ ডিগ্রি)। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এখনই জাঁকিয়ে শীত ফেরার লক্ষণ নেই বঙ্গে।