কম্পিউটারে আর চলবে না মেসেঞ্জার অ্যাপ! উইন্ডোজ ও ম্যাক ইউজারদের জন্য বড় দুঃসংবাদ

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চ্যাটিংয়ের অভিজ্ঞতা বদলে দিল ফেসবুক। উইন্ডোজ (Windows) ও ম্যাক (Mac) ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে তৈরি করা মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি পাকাপাকিভাবে বন্ধ করে দিল মেটা। সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘টেকক্রাঞ্চ’।
কেন এই সিদ্ধান্ত?
২০২০ সালে করোনা মহামারির সময় জুম (Zoom)-এর মতো অ্যাপগুলোর সঙ্গে পাল্লা দিতে এই ডেস্কটপ ভার্সনটি এনেছিল মেটা। কিন্তু কারিগরি কিছু সমস্যার কারণে এটি কখনোই জুমের মতো জনপ্রিয় হতে পারেনি। বিশেষ করে একসঙ্গে অনেককে ভিডিও কলে যুক্ত করা কিংবা সাবলীল স্ক্রিন শেয়ারিংয়ের অভাব ব্যবহারকারীদের হতাশ করেছিল। এছাড়া ম্যাকের জন্য ব্যবহৃত ‘ক্যাটালিস্ট’ প্রযুক্তিটিও ডেভেলপারদের কাছে খুব একটা জনপ্রিয় ছিল না।
চ্যাট চালিয়ে যাওয়ার বিকল্প পথ কী?
অ্যাপ বন্ধ হলেও মেসেজিং পরিষেবা বন্ধ হচ্ছে না। কম্পিউটারে মেসেঞ্জার ব্যবহার করতে এখন থেকে আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে:
-
ওয়েবসাইট লগ-ইন: সরাসরি আপনার ব্রাউজার (Chrome/Safari/Edge) থেকে Facebook.com অথবা Messenger.com-এ গিয়ে লগ-ইন করতে হবে।
-
সেফটি পিন সেটআপ: চ্যাট হিস্ট্রি বা পুরনো মেসেজ সুরক্ষিত রাখতে মেটা ব্যবহারকারীদের একটি বিশেষ পিন (PIN) সেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
-
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার: যারা ফেসবুক ব্যবহার করেন না কিন্তু শুধু মেসেঞ্জার ব্যবহার করতেন, তাঁরাও সরাসরি Messenger.com-এ গিয়ে আগের নথিপত্র দিয়ে লগ-ইন করতে পারবেন।
পুরনো মেসেজ কি ডিলিট হয়ে যাবে?
না, আপনার মেসেজ বা চ্যাট হিস্ট্রি ডিলিট হবে না। তবে অ্যাপের বদলে এখন থেকে আপনাকে ব্রাউজারের সাহায্য নিতে হবে। মেটা ইতিমধ্যেই মেসেঞ্জারকে মূল ফেসবুক অ্যাপের সঙ্গে পুনরায় একীভূত করার কাজ শুরু করেছে।
উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য মেটা তাঁদের ‘হেল্প সেন্টারে’ আলাদা নির্দেশিকাও জারি করেছে, যাতে ব্যবহারকারীরা কোনো সমস্যায় না পড়েন।